![]() |

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানার গোড়পাড়া থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে এই মাদকের চালানটি আটক করা হয়। এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারিনি পুলিশ।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই খান শাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪ টি পুটলায় রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চিহ্নিত মাদক বিক্রেতা আলামিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত গাঁজা শার্শা থানায় জমা করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| শার্শায় পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার https://corporatesangbad.com/19662/ |