তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে পুলিশ লাইন্স একাদশ জয়ী হয়েছে। আজ (১৮ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুলিশ লাইন্স একাদশ বনাম সকল থানা একাদশ এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়। প্রথমে থানা একাদশ ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। ১৩১ রানে টার্গেট নিয়ে মাঠে নামে ব্যাট করতে পুলিশ লাইন্স একাদশ ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌছে যায়।
প্রীতি ম্যাচে পুলিশ লাইন্স একাদশের পক্ষে মাঠে নামেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়সহ পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ।অন্যদিকে থানা একাদশের পক্ষে মাঠে নামেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং থানা-ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের দলীয় নেতার হাতে বিজয়ী পুরস্কার তুলে দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জেলা পুলিশের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ https://corporatesangbad.com/19485/ |