মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ "শিক্ষা নিয়ে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই আলোকে পটুয়াখালীর গলাচিপায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতৃক আয়োজিত ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন,গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন,সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেন,দ্বিপশিখা জয়ান্তী, ও প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন। এসময় প্রধান অতিথি সকল শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর নানাবিধ আলোচনা করেন এবং আগামী দিনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আইটি বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেয়ার অনুরোধ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গলাচিপায় ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন https://corporatesangbad.com/19456/ |