Corporate Sangbad | Online Bangla NewsPaper
সারাদেশ

হবিগঞ্জে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় অবস্থিত রেজা হোটেল থেকে ফরিদা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত ফরিদা বেগম হবিগঞ্জের বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা এবং রেজা হোটেলের ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দাল মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে আব্দাল মিয়া ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলছেন, ফরিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছেন হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সদর মডেল থানার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, ঐ নারীর কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো খবর »

গাজীপুরে জুস খেয়ে অসুস্থ শিশু, ১০ জন গ্রেফতার

Tanvina

জুড়ী নদীতে ভাঙ্গনের আতঙ্কে এলাকাবাসী

উজ্জ্বল হোসাইন

এনায়েতপুরে পুষ্টিচাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

উজ্জ্বল হোসাইন