Corporate Sangbad | Online Bangla NewsPaper
শেয়ার বাজার

বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫টির বা ৩.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে আল-হাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ারের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আল-হাজ্ব টেক্সটাইল শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৩ দশমিক ৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯৪ দশমিক ৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০ দশমিক ৬০ টাকা বা ১১ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৯ দশমিক ১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭ দশমিক শূন্য ৪ শতাংশ, ওয়াইম্যাক্স ৬ দশমিক ৬৩ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ার ৪ দশমিক ৮৬ শতাংশ, রংপুর ডেইরী এন্ড ফুড ৩ দশমিক ৮১ শতাংশ, ন্যাশনাল ফুড ২ দশমিক ১৭ শতাংশ, এআইবিএল বন্ড ২ দশমিক শূন্য ২ শতাংশ এবং ফাইন ফুডস ১.২৩ শতাংশের শেয়ার দর বেড়েছে।

আরো খবর »

টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন

Tanvina

প্রাইম ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা

Tanvina

সিমটেক্সে চেয়ারম্যানসহ নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Tanvina