ওআইসি মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

Posted on March 17, 2023

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-ওআইসির (OIC) মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এশিয়া থেকে আরও নির্বাচিত হয়েছে তুরস্ক ও ইরান।

একইসঙ্গে বাংলাদেশ ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। ফিলিস্তিন ও নাইজেরিয়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।

মৌরিতানিয়ার নৌয়াকচটে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশ অংশ নিয়েছে। ইসলামবিদ্বেষ ও সন্ত্রাসবাদের উর্ধ্বগামিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের মনোনীত শিপা হাফিজা ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশনের (আইপিএইচআরসি) কমিশনার নির্বাচিত হন। একইসঙ্গে ইরান ও তুরস্কের দুজন কমিশনারও নির্বাচিত হন।