আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনে একসঙ্গে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
ইউক্রেনের ক্রাইভ রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগর থেকে ছোড়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের পরামর্শক ওলেক্সি আরেস্তোভিচ ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘আমরা কিয়েভে বিস্ফোরণের খবর পেয়েছি। ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’ রাজধানী কিয়েভে বৃহস্পতিবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘কিয়েভে আকাশ প্রতিরক্ষা কাজ করছে। সতর্কতা সাইরেন বন্ধ হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভির সঙ্গে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, পশ্চিমারা যেন ইউক্রেনকে অস্ত্র না দিতে পারে সে ব্যবস্থা করবেন তারা। এজন্য ইউক্রেনের রেলপথ, সেতু ও অন্যান্য অবকাঠামোয় হামলা চালানো হবে। তিনি এমন মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেনকে লক্ষ্য করে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এছাড়া ল্যাভরভ জানিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে রাশিয়া কোনো শান্তি আলোচনা করবে না।
তিনি জেলেনস্কির সমালোচনা করে বলেছেন, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার আশায় আছেন জেলেনস্কি। যা কখনো সম্ভব হবে না। সূত্র: দ্য গার্ডিয়ান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার https://corporatesangbad.com/1921/ |