রায়পুরার বাঁশগাড়ীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

Posted on March 16, 2023

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে পুলিশী বিশেষ অভিযানে ২টি লোহার তৈরি দেশীয় ওয়ান সুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বাশঁগাড়ী ইউনিয়নের হাজীবাড়ি বালুয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- আবু হানিফা (৩৫), ফারক (৩১), রাসেল (৪০), আলী আজগর (২৯) এবং কবির (২৮)। তারা সকলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক। গত ২ জানুয়ারী থেকে অস্ত্র ও হাতবোমাসহ আশারাফুল হক কারাগারে রয়েছেন।

এঘটনায় পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার আইন ১৮৭৮ ধারায় করেছে। বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়। তাদের বিরদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশগাড়িতে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক সরকার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। দুই গ্রুপের মধ্যে কিছুদিন পর পর থেমে থেমে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নামে চলে লুটপাট ও নৈরাজ্য।

রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরদ্ধে এর আগেও অস্ত্র রাখা, লুটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগসহ একাধিক মামলা রয়েছে।