মোঃ হাফিজ গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ও থানা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের চর আগস্তি গ্রামে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘরের ভিটার জন্য জমিতে মাটি কাটতে গেলে বাবুল প্যাদা (৫০) সাথে ছোট ভাই আল-আমিন প্যাদা(৪০) সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় ছোট ভাই আল-আমিন বড় ভাই বাবুল প্যাদার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে বাবুল প্যাদা মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা সংবাদ শুনেছি এবং সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং একজনকে আটক করছি। তবে এখন পর্যন্ত মৃতের পরিবারের কেউই অভিযোগ করেনি।
তিনি আরও বলেন, আমরা মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গলাচিপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রান গেল বড় ভাইয়ের https://corporatesangbad.com/19187/ |