অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারে বুধবার ১ শতাংশেরও বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম । এর আগের দিন যদিও জ্বালানিটির দাম তিন মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। চীনে গত দুই মাসে অর্থনৈতিক কার্যক্রমে উল্লম্ফন ও অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ার খবরেই মূলত দাম বেড়েছে। খবর রয়টার্স।
বুধবার চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশটির অর্থনৈতিক কার্যক্রম ছিল গতিশীল। অবকাঠামো খাতে বিনিয়োগ ও পণ্যের ব্যবহার বৃদ্ধি এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা রেখেছে। মূলত নভেল করোনাভাইরাস প্রতিরোধে নেয়া সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের পর থেকেই অর্থনীতির চাকা গতিশীল হতে শুরু করে। এ দুই মাসে শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২.৪ শতাংশ বেড়েছে। খুচরা বিক্রি বেড়েছে ৩.৫ শতাংশ।
এ বিষয়ে জ্বালানি তেলের ব্রোকার প্রতিষ্ঠান পিভিএমের স্টিফেন ব্রেনক বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেল তার হারানো বাজার ফিরে পাচ্ছে। চীনে ইতিবাচক অর্থনীতির তথ্য ব্যবসায়ীদের জন্য স্বস্তির বাতাস বয়ে আনছে।
আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫৪ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৯৯ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৭৬ সেন্ট বা ১.১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার শূন্য ৯ সেন্ট।
এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার উভয় বাজার আদর্শের দাম ৪ শতাংশেরও বেশি কমে গিয়েছিল, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) দেউলিয়া হয়ে যাওয়ার খবরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে আরো কয়েকটি ব্যাংকের দেউলিয়া হয়ে পড়ার আশঙ্কা জ্বালানি তেলের বাজারকে চাপের মুখে ফেলে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশের বেশি https://corporatesangbad.com/19105/ |