নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার ১৪ মার্চ জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্র্যাক ইপিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্টের পক্ষ থেকে স্বাক্ষর করেন জনতা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল হক এফসিএমএ।
প্যানেল ব্রোকার চুক্তি অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন হেড অব রিটেল সেলস মোঃ খলিলুর রহমান, হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম খোকন সহ আরো অনেকে।
চুক্তিটির ফলে জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে ব্র্যাক ইপিএল স্টকের ব্রোকারেজের সঙ্গে তাদের ট্রেড সম্পন্ন করতে পারবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জনতা ক্যাপিটাল ও ব্র্যাক ইপিএল’র মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি https://corporatesangbad.com/18942/ |