বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) ভোরে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌবাজার এলাকার কামাল ব্যাপারীর ছেলে।
নিহতের চাচা জাহিদুল ইসলাম ব্যাপারী তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫/২০ দিন আগে ঝিকরগাছার নবীনগরে তার নানা বাড়ি বেড়াতে যায় তুহিন। বুধবার সকালে বজ্রপাতে নানাবাড়িতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানায়, তুহিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের পরিবারের সদস্যরা নবীনগরে গেছে। তার এই করুন মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছে না।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু https://corporatesangbad.com/18927/ |