পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৬টি কোম্পানির ৮ কোটি ৪৪ লক্ষ ৮৯ হাজার ১৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬০৭ কোটি ১৬ লক্ষ ৪৪ হাজার ৫৩০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৮.৫৮ পয়েন্ট কমে ৬২৩১.৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৫০ পয়েন্ট কমে ২২১৫.১৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৪৪ পয়েন্ট কমে ১৩৫৩.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্ক, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, বিডিকম অনলাইন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ¦ টেক্সটাইল, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, প্রিমিয়ার ব্যাংক, ওআইমেক্স ইলেক্ট্রোড ও নাভানা সিএনজি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেট্রো স্পিনিং, বিজিআইসি, ইউনিয়ন ক্যাপিটাল, মুন্নু এগ্রো, সেনা কল্যান ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘন পেট, সী পার্ল বীচ, জিল বাংলা সুগার ও মেঘনা কনডেন্সড মিল্ক।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১৬৮৪৫৬৬৭৮৬১.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনেই লেনদেন শেষ https://corporatesangbad.com/18899/ |