চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Posted on March 15, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ৮ টার সময় চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী গ্রীন লাইন পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে এ দুর্ঘটনা ঘটে।

ফলে ঘটনাস্থলে হাফেজ মোহাম্মদ ইসমাইল ও আরমান শাকিল নামে ২ জন নিহত হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশের সহকারী পরিদর্শক খোকন রুদ্র বলেন,সকাল ৮ টার সময় চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় গ্রীন লাইন পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ জন ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ২ টি উদ্ধার করে চিরিংগা হাইওয়ে আনা হয়েছে। গ্রীন লাইন পরিবহনের চালক ও হেলপার পালাতক রয়েছে। গ্রীন লাইন পরিবহনের বাসটি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত নিহত আরমান শাকিল লামা থানার ফাইতং ইউনিয়নের মোহাম্মদ বশির আহমদের ছেলে ও নিহত হাফেজ মোহাম্মদ ইসমাইল চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আবু মুছার ছেলে।