স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে ফরাসি ফুটবলারদের একের পর এক পেনাল্টি শ্যুটআউট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন শিরোপা। যে গ্লাভসটি পরে তিনি পেনাল্টি শ্যুট আউটে গোলপোস্ট রক্ষা করেছিলেন, সেটি শুক্রবার নিলামে তোলা হয়। নিলাম থেকে প্রাপ্ত ৪৫ হাজার ডলারের পুরোটাই শিশুদের ক্যান্সার হাসপাতালে দান করা হয়েছে।
বুয়েনোস আইরেসে এমি মার্টিনেজ ‘দিবু’ নামে খ্যাত। কাতার বিশ্বকাপে আগাগোড়া বারের নীচে দাঁড়িয়ে নির্ভরতা দিয়েছেন নীল-সাদা জার্সিধারীদের। ফাইনালে পেনাল্টি শুট আউটে মার্টিনেজ ধরা দেন অন্য অবতারে। টাইব্রেকারের সময়ে ফ্রান্সের ফুটবলারদের ফোকাস নাড়িয়ে দেন। তার পরে অনুমানক্ষমতার পরিচয় দিয়ে পেনাল্টি বাঁচান। ৩৬ বছর পরে বিশ্বকাপ যায় বুয়েনোস আইরেসে। যে গ্লাভস পরে বারের নীচে দাঁড়িয়েছিলেন ফাইনালে এবং যে গ্লাভস জোড়া পরেছিলেন, তাতে সই করেছিলেন মার্টিনেজ।
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা টাই ব্রেকারে ৪-২ গোলে জয়ী হয়। এর আগে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে আগের বিশ্বকাপের বিজয়ী ফ্রান্সের সাথে ৩-৩ গোলে ড্র করেছিল। নিলামের পর আর্জেন্টাইন গোলকিপার বলেছেন, ‘যখন আয়োজক কমিটি আমাকে বিশ্বকাপ গ্লাভস দান করার কথা বলেছিল, আমি কোনো দ্বিধা করিনি। এটা বাচ্চাদের কল্যাণেই আয়োজন করা হয়েছে।’
সংবাদ সংস্থা এএফপি-র রিপোর্ট অনুযায়ী, ৪৫ হাজার ডলারের বিনিময়ে মার্টিনেজের গ্লাভস বিক্রি হয়েছে নিলামে। নিলাম থেকে প্রাপ্ত টাকা যাবে আর্জেন্টিনার গারাহান বয়েজ হাসপাতালে। আর্জেন্টিনার শিশুদের হাসপাতাল গারাহান বয়েজ ইনস্টাগ্রামেও জানিয়েছে এই খবর।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিশ্বকাপের গ্লাভস বিক্রির টাকা ক্যান্সার হাসপাতালে দান করলেন মার্টিনেজ https://corporatesangbad.com/18614/ |