কর্পোরেট সংবাদ ডেস্ক : ভূমি মন্ত্রণালয় শিগগিরই মামলা ব্যবস্থাপনা সিস্টেম চালু করতে যাচ্ছে। এই সিস্টেমের সহায়তায় মামলার বাদী কিংবা বিবাদী হিসেবে যে কেউ ১৬১২২ নাম্বারে ফোন করে তাঁর ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
অনলাইনে নিরীক্ষণের ব্যবস্থা থাকায় মামলা ব্যবস্থাপনা সিস্টেমের সাহায্যে ভূমি সংক্রান্ত মামলাসমূহের সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে।
এই সিস্টেমে আদালত, সংশ্লিষ্ট কৌঁসুলি, বাদী এবং বিবাদী সকলের সমান প্রবেশাধিকার থাকবে।
ভূমি সংক্রান্ত মামলার জট কমাতে এবং মামলা কার্যক্রম দ্রুত শেষ করার সহায়ক হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে নির্মিত এই ডিজিটাল সিস্টেম খুব শিগগিরই চালু হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভূমি সংক্রান্ত মামলার অবস্থা জানা যাবে ‘১৬১২২’ নম্বরে https://corporatesangbad.com/186/ |