তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদরের মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত ফখরুল ওরফে ফহর'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানার এএসআই রায়হান আহমেদ, এএসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-দলসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ডাকাত ফখরুলকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।
গ্রেপ্তারকৃত আসামি ফখরুল অরফে ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। আসামি ফখরুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি রিপোর্ট লেখা পর্যন্ত প্রক্রিয়াধীন এতথ্য নিশ্চিত করেন মডেল থানার ওসি হারুনূর রশিদ তালুকদার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাজাপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার https://corporatesangbad.com/18566/ |