সূচকের সাথে বেড়েছে লেনদেন

Posted on March 13, 2023

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৪টি কোম্পানির ৭ কোটি ১১ লক্ষ ৩০ হাজার ৯২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫১ কোটি ৭১ লক্ষ ৮০ হাজার ৮৭৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে ৬২৪৩.৫৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে ২২২৩.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৯৫ পয়েন্ট বেড়ে ১৩৫৯.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সী পার্ল বীচ, মেঘনা লাইফ ইন্সুঃ, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, বিএসসি ও আল-হাজ্বটেক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্সুঃ, ইউনিয়ন ক্যাপিটাল, পপুলার লাইফ ইন্সুঃ, বিডিকম অনলাইন, ন্যাশনাল ফীডস, মেঘনা লাইফ ইন্সুঃ, সোনালি লাইফ ইন্সুঃ, প্রগতি লাইফ ইন্সুঃ ও পদ্মা লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, মনোস্পুল পেপার, এফেক্স ফুড, জুড স্পিনার্স, আনলিমা ইয়ার্ণ, ইমাম বাটন, ইয়াকিন পলিমার, বিজিআইসি, ইস্টার্ন হাউজিং ও এডিএন টেলিকম।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৬২১৪৬৪০৩৬৮.০০।