দরপতনের শীর্ষে ইউনিলিভার কনজিউমার

Posted on March 13, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার লিমিটেড। আজ শেয়ারটির দর ১৭১ টাকা ১০ পয়সা বা ৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ৩ হাজার ২৫২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৮৩ বারে ৯ হাজার ৩৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানফ্যাকচারিং কোম্পানি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৮ টাকা ৩০ পয়সা বা ৩.১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

অ্যাপেক্স ফুডস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৬৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, আনলিমা ইয়ার্ন, ইমাম বাটন, ইয়াকিন পলিমার, বিজিআইসি, ইস্টার্ণ হাউজিং ও এডিএন টেলিকম লিমিটেড।