শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার(৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার(১২ মার্চ) সন্ধায় তালা উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো জাতপুর গ্রামের রাজু সরদার(২০) ও তার আত্মীয় ইমরান হোসেন(২৮)।
নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, তার চাচা খোদাবক্স সরদারের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো।
রোববার বিকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে আব্দুল কাদেরের মাথায় আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরার তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ https://corporatesangbad.com/18261/ |