নিজস্ব প্রতিবেদক : “ইউসিবি ইনকাম প্লাস ফান্ড” এর কাস্টোডিয়ান হিসাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। রবিবার (১২ মার্চ) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ব্র্যাক ব্যাংক এ নিয়ে একটি কাস্টোডিয়ান চুক্তি স্বাক্ষর করেছে।
এসময়, ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সঞ্চয়পত্রের কোটা যাদের শেষ এবং যারা ট্যাক্সের রিবেট পেতে চান, তাদের জন্যে ইউসিবি ইনকাম প্লাস ফান্ড একটি আদর্শ বিকল্প. স্থিতিশীল স্বল্পমেয়াদী রিটার্ন সুবিধা, মুনাফা সহ আংশিক মূলধন উত্তোলনের সুযোগ, সরকারি ট্রেসারি এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগের সুযোগ সহ যারা সর্বোচ্চ ট্যাক্স রিবেট পেতে চান তাঁদের কথা ভেবেই ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে এসেছে ইউসিবি ইনকাম প্লাস ফান্ড।
উক্ত অনুষ্ঠানটিতে ব্র্যাক ব্যাংকের মোঃ জাবেদুল আলম, হেড অফ ট্রান্সেকশন ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন; ইসরাত জাহান ( হেড অফ কার্ডস অপারেশন, কার্ডস অপারেশন্স ); খান মুহাম্মদ ফয়সাল, সিনিয়র ম্যানেজার, ট্রান্সেকশন ব্যাংকিং; মোঃ আজমুল হাসান জাহিদ, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার, ট্রান্সাকশন ব্যংকিং এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এস এম সামিউজ্জামান , সিএফএ, পোর্টফোলিও ম্যানেজার , রকিবুল ইসলাম, অ্যাসোসিয়েট ম্যানেজার, অপারেশন্স এবং কম্প্লায়েন্স উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাদের সাথে উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক https://corporatesangbad.com/18242/ |