Corporate Sangbad | Online Bangla NewsPaper
ফটো গ্যালারীবিনোদন

হার্ট অ্যাটাকের পর ব়্যাম্পে ফিরলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, ইতোমধ্যেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়েছে। নিজের স্বাস্থ্য নিয়ে ভক্তদের আপডেট দিতে ইনস্টাগ্রাম লাইভে গিয়ে নিজের যত্ন নেওয়ার জন্য মানুষের মধ্যে সচেতনতাও বাড়িয়েছেন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী। এমনকী সম্প্রতি কাজেও ফিরেছেন তিনি। সুস্থ হয়ে ফের স্বমহিমায় সুস্মিতা সেন।

ডিজাইনার অনুশ্রী রেড্ডির জন্য ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটে সবাইকে চমকে দিয়েছেন সুস্মিতা। ব়্যাম্পে পা রাখতেই উপস্থিত দর্শক তাঁকে উচ্ছ্বাসে ভরিয়ে দিলেন, হাততালিতে ভরে উঠল গোটা হল।

শো শেষ করে গাড়িতে ওঠার পরই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি ভক্তদের জানিয়ে দেন যে, তিনি ব়্যাম্পে হেঁটেছেন। তিনি সেই লাইভ দর্শকদের ধন্যবাদ জানান, যাঁরা তাঁর জন্য উচ্ছ্বসিত হয়েছিলেন তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি একটি আশীর্বাদপ্রাপ্ত মেয়ে”।

সুস্মিতা আরও বলেন, ‘অনুশ্রীকে ধন্যবাদ, তিনি আমাকে তাঁর শো স্টপার হতে বলেছেন। অন্য কেউ হয়তো বলবে, ‘এখন জিজ্ঞেস করার মতো সময় নেই।’.কিন্তু আমি তোমাকে বলি – নারী! আমরা যখন একে অপরের পাশে দাঁড়াই এবং সবচেয়ে কঠিন সময়েও একে অপরের সেরাটা বের করে নিয়ে আসি, তখন দেখতেও খুব সুন্দর লাগে।’

এক সপ্তাহ আগেই বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বাবা বলেন, তোমার হৃদয়কে আনন্দিত ও সাহসী রাখো। যখন যখন তোমার আমাকে দরকার হবে, তখন তখন আমি তোমার পাশে দাঁড়াব সোনা।’ এরপরেই সুস্মিতা জানান তাঁর অসুস্থতার খবর।

বিশ্বসুন্দরী লেখেন, ‘কিছুদিন আগেই আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে ঠিক জায়গায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার কার্ডিওলজিস্ট বলেছেন, আমার হৃদয় অনেক বড়। তাঁদের সবাইকে ধন্যবাদ যাঁরা সময়মতো সাহায্য করেছেন, যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’ সঙ্গে শেয়ার করেছেন হাসির ও ভালোবাসার ইমোটিকন।

অভিনেত্রী আরও লেখেন, ‘এই পোস্টটি তাঁদের জন্য যাঁরা আমার শুভাকাঙ্খী ও আমাকে ভালোবাসেন। তাঁদের এই ভালো খবরটি জানাতেই পোস্ট করলাম যে, এখন সব ঠিক আছে। জীবনের জন্য আমি আবার তৈরি। তোমাদের আমি অনেক ভালোবাসি। দুগ্গা দুগ্গা।’ পোস্টে অভিনেত্রী নিজেই খোলসা করেছেন যে, আপাতত সুস্থ আছেন তিনি। তবে আপাতত তাঁকে ব়্যাম্পে দেখে স্বস্তিতে তাঁর ফ্যানেরা। সূত্র-জিনিউজ।

https://www.instagram.com/sushmitasen47/?utm_source=ig_embed&ig_rid=18232a38-4d30-44de-800b-2959072bb784

আরো খবর »

ফের বড় পর্দায় অজয়-টাবু জুটি

উজ্জ্বল হোসাইন

অভিনেত্রী প্রভাকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

উজ্জ্বল হোসাইন

স্কটল্যান্ডে শুটিংয়ে আহত অক্ষয়

Tanvina