শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে মমতাজ উদ্দীন(৭৭) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ মার্চ) দুপুরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে। নিহত মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়ির আঙিনা থেকে কিছুটা দূরে একটি বাঁশবাগানে শুকনো পাতা জড়ো করে তা নষ্ট করার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেন তার পিতা মমতাজ উদ্দীন।
এ সময় অসাবধনতা বশতঃ তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। জায়গাটি নির্জন হওয়ার তার চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই পুড়ে মারা যায় তার পিতা।
কলারোয়া থানার উপপরিদর্শক ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ব্যক্তির বয়স বেশী হওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান বিষয়টি শুনে সেখানে থানা থেকে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কলারোয়ায় আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু https://corporatesangbad.com/18188/ |