মোঃ সোহাগ হোসেনঃ পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনায় গিয়ে এক শিশুকে(১০) ধর্ষন চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ নেতা দেলোয়ার তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত নয়টায় ধুলাসার ইউনিয়নের বাবালাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে বারোটায় দিকে নৌকা প্রতিকের প্রচারনা চালাতে বরকতিয়া গ্রামে যায় ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সহ বেশ কয়েকজন কর্মী। এসময় প্রচারনার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসে। এসুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষন চেষ্টা চালায়। পরে শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামীকে আজই আদালতে প্রেরন করা হইবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ নেতা গ্রেফতার https://corporatesangbad.com/18023/ |