নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দর কমেছে ১৬.৬৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৮ লাখ ৫৪ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর কমেছে ৬.০১ শতাংশ। কোম্পানিটির ১৬ কোটি ৪১ লাখ ৬২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ১০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর কমেছে ৫ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটির ৫৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ হাজার ৭৫০ টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবি ফার্মা, ফ্যাস ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স, বিকন ফার্মা ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সপ্তাহজুড়ে পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল https://corporatesangbad.com/17930/ |