জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে সেটিও এখনো জানা যায়নি।
তবে স্থানীয় সূত্র জানায়, সীতাকুন্ড থানাধীন কুমিরা ইউপি ৪ নং ওয়ার্ডস্থ ছোট কুমিরা ন্যামসান ডিপোর পশ্চিম পাশে ইউনিটেক্স লিঃ এর তুলার গোডাউনে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনের পূর্ব পাশেই ন্যামসান ডিপোর ও বৈদ্যুতিক খুটির অবস্থান। তুলার গোডাউন হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানা যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।'
সীতাকুণ্ড যেন মৃত্যুকূপ। একের পর এক আগুন লাগার ঘটনা। দুর্ঘটনা লেগেই রয়েছে। সীমা প্ল্যান্ট এ বিস্ফোরণের ছয়দিন পর আবার ঘটেছে আগুন লাগার ঘটনা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সীতাকুণ্ডে এবার তুলার গোডাউনে আগুন https://corporatesangbad.com/17924/ |