বছরের ব্যবধানে পিই কমেছে সাড়ে ১৩ শতাংশ

Posted on December 29, 2022

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের ব্যবধানে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই সাড়ে ১৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ।

জানা গেছে, ডিএসইতে ২০২২ সালের শেষ কার্যদিবস পিই দাঁড়িয়েছে ১৪.০৮। আর ২০২১ সালের শেষ কার্যদিবস পিই ছিল ১৬.২৯ পয়েন্টে পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইতে পিই ২.২১ পয়েন্ট বা ১৩.৫৬ শতাংশ কমেছে।

খাতওয়ারী সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মার্কেট পিই ছিল ব্যাংকিং খাতের। এই খাতের মার্কেট পিই বছর শেষে দাঁড়ায় ৭.৭৩ পয়েন্টে৷ এরপর মিউচ্যুয়াল ফান্ডের ৯.১৫ পয়েন্ট, বিবিধ খাতের ১১.৭৭ পয়েন্ট, বিদ্যু’ ও জ্বালানি খাতের ১২.০৪ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৫.১০ পয়েন্ট, সিমেন্ট খাতের ১৫.৮১ পয়েন্ট, বীমা খাতের ১৭.১৩ পয়েন্ট, বস্ত্র খাতের ১৭.৩০ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৯৬ পয়েন্ট, আর্থিক খাতের ১৯.১১ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ১৯.২৫ পয়েন্ট, প্রকৌশল খাতের ১৯.৯১ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১.২৩ পয়েন্ট, সিরামিক খাতের ৩০.৬৫ পয়েন্ট, তথ্যপ্রযুক্ত খাতের ৩০.৮০ পয়েন্ট, চামড়া খাতের ৩৬.৯৯ পয়েন্ট, পাট খাতের ৬৫.৬০ পয়েন্ট, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের ৬৭.২১ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই ২৬৬.৪ পয়েন্টে দাঁড়ায়।