তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে সোহেল বক্স আব্দুল হালিম (৩২) নামে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।থানা সুত্রের বরাতে জানা যায়, শুক্রবার (১০ মার্চ ) রাত ১১ ঘটিকায় মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দিক নির্দেশনায় এএসআই(নিঃ)/মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে ০৬নং একাটুনা ইউনিয়নের কালার বাজারে অভিযান পরিচালনা করে আসামি আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল হালিম সিআর-২৩৭/২০২১ এর পরোয়ানাভুক্ত সাজা প্রাপ্ত পলাতক আসামি। তিনি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামের মৃত আনোয়ার বক্সের ছেলে। আজ গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার https://corporatesangbad.com/17905/ |