সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

Posted on March 11, 2023

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩৫ টির দর বেড়েছে, ২৩ টির দর কমেছে, ২২৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৭ টির লেনদেন হয়নি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহ জুড়ে শেয়ারটির দর ২২.৩০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ লাখ ০৯ হাজার ৫০০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটির ১০৫ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির ১১০ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বিচ রিসোর্ট ,সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ইনটেক লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।