জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় ৬ জন নিহত

Posted on March 10, 2023

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, যিহোবার সাক্ষী মিটিং হলে এ হামলার ঘটনা ঘটে। শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কের পাশের গির্জায় বন্দুক হামলার এ ঘটনায় আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে কতজন হামলা চালিয়েছে সেটি এখনো অস্পষ্ট।
কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছে এবং ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিল। তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।

পুলিশ মুখপাত্র হোলগার ভেহরেন বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ভবনটিতে গুলি চালানো হয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় তারা। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের দেখতে পান পুলিশ সদস্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট হওয়া যায়নি।

ওই এলাকায় পুলিশী অভিযান চলছে। সেকারণে স্থানীয় লোকজনকে বাড়ির বাইরে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোট টুইটারে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী ও বিপুল সংখ্যক কর্মকর্তা মোতায়েন করা হয়েছে ।

গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে স্থানীয়দের।

যিহোবার সাক্ষীরা খ্রিস্টান ধর্মভিত্তিক একটি আন্দোলনের সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ শতকের শেষ দিকে চার্লস টেজ রাসেলের নেতৃত্বে এই সম্প্রদায়টি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের সদর দপ্তর নিউইয়র্কে। সূত্র: বিবিসি