ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

Posted on March 9, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা রাখতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে টাকা লুট করা হয় বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সকালে মাইক্রোবাসে করে ডাচ্-বাংলা ব্যাংকের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মিরপুরে ব্যাংকের অফিস থেকে টাকা নিয়ে সাভার এলাকার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, একদল সশস্ত্র লোক গাড়িটি আটকে অস্ত্রের মুখে টাকা লুট করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। আমরা অপরাধীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছি।