অনলাইন ডেস্ক : সৌদি আরব তার প্রথম নারী মহাকাশচারীকে চলতি বছরের শেষের দিকে এক মহাকাশ মিশনে পাঠাবে। কট্টর রক্ষণশীল ভাবমূর্তিকে পরিশোধনের লক্ষ্যে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।
সরকারি সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ১০ দিনের এই মিশনে সৌদি মহাকাশচারী রায়ানা বার্নাভি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ সৌদি আলি আল-কারনির সঙ্গে যোগ দেবেন । খবর এএফপি’র।
বেসরকারী মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস (এসপিএ) ও অ্যাক্সিওম জানিয়েছে, এই বসন্তে একটি মিশনের অংশ হিসেবে বার্নাভি ও আল-কারনি একটি স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস-এ উড়বে। এছাড়াও এএক্স-২ এ থাকবেন সাবেক নাসা’র মহাকাশচারী পেগি হুইটসন, ও পাইলট হিসেবে কাজ করবেন টেনেসির ব্যবসায়ী জন শফনার। আইএসএস-এ তার চতুর্থ ফ্লাইট করবেন হুইটসন।
এক্স-২ ক্রুদেরকে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন -এ পাঠানো হবে।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব https://corporatesangbad.com/17654/ |