হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Posted on March 9, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে।

আজ (৯ মার্চ) বৃহস্পতিবার সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, বুধবার (৮ মার্চ) শবেবরাত ও ভারতের দোলযাত্রা উপলক্ষে একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকালে থেকে ভারতের সঙ্গে সকল প্রকার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

তিনি আরও জানান, বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। ইতোমধ্যে তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।