তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে কথা কাটাকাটির জের ধরে মা দেওন্তী নুনিয়ার (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে সাধন নুনিয়া। রাতে পুলিশ ঘাতক ছেলে সাধনকে আটক করে। মৃত দেওন্তী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী। জানা যায়, দুপুরের দিকে মা দেওন্তীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আহত দেওন্তীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সাধন নুনিয়া পালিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ভোরে আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেই মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। রাতেই ঘাতক ছেলেকে আটক করা হয়। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু https://corporatesangbad.com/17583/ |