মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ নয়াপাড়া এলাকা থেকে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান (২৮)কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯মার্চ) গভীর রাতে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আসামি মিজান নয়াপাড়া মৃত নূরুল আলমের পুত্র।বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান ।
তিনি জানান, তিনি আটক আসামির বিরুদ্ধে রাজধানী ঢাকার মতিঝিল থানায় ২০১১সালের একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত আসামিকে ৭ বছর কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন।মামলার পর জামিনে মুক্ত হয়ে তিনি টেকনাফ বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক https://corporatesangbad.com/17551/ |