নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৪টি কোস্পানির ৪ কোটি ৫৩ লক্ষ ৮৩ হাজার ৯২৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৫ কোটি ৭১ লক্ষ ৪৬ হাজার ২৩৬ টাকা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৯৯ পয়েন্ট বেড়ে ৬২০৬.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.১০ পয়েন্ট বেড়ে ২১৯৫.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.১৪ পয়েন্ট বেড়ে ১৩৫৮.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোস্পানি হলো:- ইন্ট্রাকো রিফুয়েলিং, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ইনফিউশন, মুন্নুু সিরামিক, বসুন্ধরা পেপার, বিএসসি, অরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোস্পানি হলো:- আইসিআইসিএল, আমরা নেট, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, অগ্নি সিস্টেম, ডিজিআইসি, আরামিট লিঃ ও সিএলআইসিএল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোস্পানি হলো:- মুন্নুু সিরামিক, হাওয়া ওয়েল টেক্স, সিএপিএম বিডিবিএল মি. ফা., নরদার্ন ইন্সুঃ, ইস্টার্ন লুব্রিকেন্টস্, রহিম টেক্স, লিব্রা ইনফিউশনস্, প্রাইম টেক্স, বীচ হ্যাচারী ও সাভার রিফ্রেক্টরীজ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০৯৩৬৮৯৮৬৯৩২.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের সাথে বেড়েছে লেনদেনও https://corporatesangbad.com/1751/ |