পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫০টি কোম্পানির ৯ কোটি ৫১ লক্ষ ৫৬ হাজার ৯১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৪৯ কোটি ৫৪ লক্ষ ২৪ হাজার ৭৮২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৮৪ পয়েন্ট বেড়ে ৬২৬২.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১০ পয়েন্ট কমে ২২২৫.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৫ পয়েন্ট কমে ১৩৬১.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুড, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার, বিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও শাইনপুকুর সিরামিক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লীগ্যাসী ফুটওয়্যার, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী পেপার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জিবিবি পাওয়ার, আরএসআরএম স্টীল, বিজিআইসি, খান ব্রাদার্স পিপি, ঢাকা ইন্স্যুরেন্স, বিডি থাই, আরামিট সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৭৪৩২৬১৩২৩৩.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন https://corporatesangbad.com/17462/ |