নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৭টির বা ১৬.২৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১১.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.০০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রুপালী লাইফ ইন্সুরেন্সের ৭.২৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.২৮ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৫.১৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪.৯০ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৪.৬৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৪২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ এবং সোনালী পেপারের ৩.৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড https://corporatesangbad.com/17410/ |