বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

Posted on March 7, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারে সোমবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চীনের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধির আভাস ও বিনিয়োগকারীদের সাবধানতা অবলম্বনের কারণেই পণ্যটির বাজারদর নিম্নমুখী। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৭১ সেন্ট বা ০.৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ ডলার ১২ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৯ সেন্ট বা ০.৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৯ ডলার শূন্য ৯ সেন্ট।

ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও জ্বালানি পণ্যের বাজার বিশ্লেষক ভান্ডানা হারি জানান, চীনের অর্থনীতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেশটির অর্থনীতি করোনাভাইরাসের ধাক্কা সামলে ওঠায় চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার প্রত্যাশার চেয়ে কম অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কাও রয়েছে।