মোঃ দেলোয়ার হোসাইন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আশঙ্কাজনকভাবে দিন-দিন বেড়েই চলছে চুরির ঘটনা। দিনের বেলায় চুরির ঘটনা দিন-দিন বেড়েই চলছে। কোনোভাবেই চোরদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। চোররা যেন চুরির অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে এই উপজেলাকে।
সোমবার দুপুরে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
জানা যায়, আজ বেলা ১২ টার দিকে পৌরসভার পান্নু খানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাইতুল আল মামুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আঃ মুক্তাদিরের ফ্লাট ও একই এলাকার এমদাদ হোসেন মোল্লার দ্বিতীয় তলা ভবনের ফ্লাটে এই চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এসময় আঃ মুক্তাদির বাসা থেকে নগদ ৩২ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার এবং এমদাদ মোল্লার বাড়িতে ঢুকে নগদ এক লক্ষ টাকা ও ২ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগী আঃ মুক্তাদির জানান, সকাল ৭টায় আমি বাসা থেকে বের হই। পরে ১১টার দিকে আমার বাড়ির মালিক পান্নু খান আমাকে ফোন করে বাড়িতে চুরি হওয়ার সংবাদ দেয়। আমি বাসায় এসে দেখি আমার ঘরের আলমারি খোলা। বিছানার কাপড়চোপড় এলোমেলো। চোরচক্র আমার নগদ ৩২হাজার টাকা ও ৬ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
আরেক ভুক্তভোগী এমদাদ মোল্লা জানান, খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে এসে দেখি বাসার সব কিছু এলোমেলো। প্রায় ১লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণাংলকার চুরি করে নিয়ে গেছে।
স্থানীয়রা বলেন, ‘আমরা এখন অনেক ভয়ে থাকি আবার কখন সবকিছু চুরি হয়ে যায়। অতি দ্রুত এই চোরদের গ্রেপ্তার করা না হলে চুরি থামবে না। এই চোরদের কাছ থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।’
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ওই চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শিবচরে দিনের বেলায় দুই বাড়িতে চুরি! https://corporatesangbad.com/17233/ |