ট্রেন দুর্ঘটনা: ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

Posted on March 6, 2023

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণহানি হয়েছে। এরপরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এমন পরিস্থিতিতে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। খবর বিবিসির।

এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ভিন্ন দিকের দুইটি ট্রেন একই লাইনে চলতে পারে না। এটা কেউ লক্ষ্যও করেনি।

এদিকে দুর্ঘটনার পর থেকেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। রোববারও (৫ মার্চ) রাজধানী এথেন্সে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়।

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

৩৫০ যাত্রী নিয়ে একটি ট্রেনের মঙ্গলবার মধ্যরাতের ঠিক আগে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

এর আগে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এ দুর্ঘটনার জন্য ‘মানুষের ত্রুটিকে’ দায়ী করেন।