দরপতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

Posted on March 5, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৭ বারে ১৩ হাজার ৮৭৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৫.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এআইবিএল ফার্স্ট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারজি লিমিটেড, ফ্যাস ফিন্যান্স, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বাটা সু, ইসলামী ব্যাংক, বার্জার পেইন্টস ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।