শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মুখ্য অঞ্চালাধীন শাখা ব্যবস্থাপকগনদের সাথে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় কৃষি ব্যাংক সাতক্ষীরা মুখ্য অঞ্চলের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র মোজাফ্ফর গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও উর্ধধতন কর্মকর্তা কাজী মাসুদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক মো.আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজামান খান,খুলনা বিভাগীয় কার্যালয়ের উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মো.জুবায়ের আলম,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা সমীর কুমার বিশ^াস,সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মো.আজিজুর রহমান, কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হুসাইন, তালা শাখা ব্যবস্থাপক মো.আব্দুস সেলিম,আশাশুনি শাখা ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাস, কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র, শ্যামনগর শাখা ব্যবস্থাপক মো.রুহুল কুদ্দুস সহ মুখ্য আঞ্চলিক নিরীক্ষা কার্যলয়ের কর্মকর্তাগন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা অঞ্চলের প্রান্তিক চাষীরা যারা আছেন তারা যেন কৃষি ব্যাংক থেকে কৃষি ঋণ আত্মিক স্বাবলম্বী হতে পারে। এটায় আমাদের মুল উদ্যেশ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় কৃষি ব্যাংক ব্যবস্থাপকগনদের সাথে পর্যালোচনা সভা https://corporatesangbad.com/16712/ |