তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন নিউ সমনবাগ বাজার সংলগ্নে প্রতি বছরের ন্যায় পাথারী মনিপুরী যুব সংঘের আয়োজনে শেখ রাসেল স্মৃতি স্মরণে বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে | উক্ত ফাইনাল খেলায় বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন দল পাথারী মৈতেই ক্রিকেট ক্লাব,বড়লেখা এর প্রতিপক্ষ ছিলেন মনিপুরী স্পোর্টিং ক্লাব ছোট ধামাই জুড়ি। শ্বাস রুদ্ধকর ম্যাচে পাথারী মৈতেই ক্রিকেট ক্লাব কে ৫ রানে হারিয়ে শিরোপা নিজের ঘরে তুলে নেই মনিপুরী স্পোর্টিং ক্লাব ছোট ধামাই জুড়ি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াহিদুর রহমান নয়ন এর সঞ্চালনায় রাম কুমার সিংহের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নিদের্শনা মুলক বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কোয়াব বড়লেখা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এ. বি. সিদ্দিকী দুলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সমনবাগ বাজার সমিতির সভাপতি জনাব জমির হোসেন, আরও বক্তব্য রাখেন পাথারী মনিপুরী যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাজার শাখার অফিসার ইন ক্যাশ সন্তোষ সিংহ অরটন।আরও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাংবাদিক অজিত দাস,পবিত্র সিংহ,চন্দ্রকিশোর সিংহ প্রমুখ!
১ম প্রাইজমানি পৃষ্ঠপোষকতায় ছিলেন মনিপুরী স্পোর্টস এসোসিয়েশন! ২য় প্রাইজমানি পৃষ্টপোষকতায় ছিলেন জনাব সুরঞ্জিত সিংহ! উক্ত টুর্নামেন্টের ১ম টাইটেল স্পনসর করে তরুণ ক্রীড়া সংগঠক ও দুবাই প্রবাসী জুমন আহমেদ ২য় টাইটেল স্পনসর করেন সুবাস সিংহ! ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন রাজু সিংহ!
সিক্সার্স অব দা ম্যাচ নির্বাচিত হন নিরোদ শর্মা! টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন পিএম সিসি এর সজীব সিংহ!
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেখ রাসেল স্মৃতি স্মরণে বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্নামেন্ https://corporatesangbad.com/16609/ |