মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিন বিকল

Posted on December 29, 2022

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো মেট্রোরেল। তবে প্রথমদিনেই মেট্রোরেলের টিকিট বিক্রয়ের মেশিন সাময়িক বিকল হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় প্রথম ট্রেনটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে আগাঁরগাওয়ের উদ্দেশে ছেড়ে যায়।

এদিন সকাল সাড়ে ৮টার পরে উত্তরা স্টেশনে টিকিট ভেন্ডিং মেশিন বিকল হওয়ার ঘটনা ঘটে। পরে স্টেশনের এক নির্দেশনায় বলা হয় কাউন্টার থেকে টিকিট কিনতে।

এ বিষয়ে মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা সাংবাদিকদের বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ রয়েছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।

এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায় সূচিত হলো বাংলাদেশে।