বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক মাসুম পারভেজ রুবেল কিছুটা বিরতি দিয়ে আবার কাজে নিয়মিত হচ্ছেন। তার সঙ্গে অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।
বুধবার (১ মার্চ) থেকে ‘কিল হিম’ সিনেমার ৩০০ ফিট এলাকায় মারপিট দৃশ্যে অংশ নিয়েছিলেন তারা। জানা যায়, রুবেলের বিপরীতে ফাইটিং দৃশ্যে অভিনয় করতে শুটিং শুরুর আগেই মার্শাল আর্ট শিখেছেন অনন্ত জলিল। ঢাকাই সিনেমার একসময়ে জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল।
‘কিল হিম’ পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বর্ষা, মিশা সওদাগরসহ অনেকে।
পরিচালক মো. ইকবাল বলেন, রুবেল ভাই এবং অনন্ত জলিল অনেকদিন ধরে অপেক্ষা করছেন একসঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য। অবশেষে তারা দুজন ‘কিল হিম’ সিনেমায় একসঙ্গে অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রুবেলের সঙ্গে অভিনয় করতে মার্শাল আর্ট শিখেছেন অনন্ত https://corporatesangbad.com/16500/ |