![]() |

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: উত্তাল অগ্নিচারা মার্চ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস কে যুবকদের ক্রীড়ায় উৎসাহিত করার লক্ষ্যে, পটুয়াখালী -১১৩(৩ )আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা উপজেলা ব্যাপী ফুটবল টুর্নামেন্টের খেলা গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা তিনটায় আনন্দ উদ্দীপনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু.সাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, সুধী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ডাকুয়া একাদশ বনাম রতনদি তালতলী ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে ১২টি ইউনিয়ন,একটি পৌরসভা, ডিগ্রী কলেজ, বণিক সমিতি সহ ১৬ টি দল অংশ নেবে। প্রথম পর্বের খেলা গুলি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মাঠে অনুষ্ঠিত হবে। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী। শত শত ক্রীড়া মোদী দর্শকরা খেলা উপভোগ করে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন https://corporatesangbad.com/16461/ |