সূচক কমলেও বেড়েছে লেনদেন

Posted on March 2, 2023

পুঁজিবাজার ডেস্ক : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৯টি কো¤পানির ৫ কোটি ৬৭ লক্ষ ৬১ হাজার ৯৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ৭১ লক্ষ ৯৯ হাজার ৯৩২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.৯৫ পয়েন্ট কমে ৬২১৩.৭৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০৬ পয়েন্ট কমে ২২১৬.২৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৪৬ পয়েন্ট কমে ১৩৫৭.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, জেমিনী সী ফুড, শাইনপুকুর সিরামিক, বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আল-হাজ¦ টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এডিএন টেলিকম, বিজিআইসি, হাক্কানী পাল্প, জেমিনী সী ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, লীগ্যাসী ফুটওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ¦ টেক্সটাইল ও আইএসএন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার লিজিং, আইসিআইসিএল, উসমানিয়া গ্লাস, মুন্নু এগ্রো, সিটি জেঃ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফাঃ, বিআইএফসি ও এমারেল্ড অয়েল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩১১৫৪৯৩৭৫৭২.০০।