মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:গলাচিপা উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল(প্রাইভেট) ২০২২ ইং- শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি অর্জনে বরিশাল বিভাগে বিরাট সাফল্য অর্জন করেছে। স্কুল থেকে ১১ জন ছাত্রী ও ৯ জন ছাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল বুধবার বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর স্কুলের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকরা আনন্দ উল্লাস করে। পরে শিক্ষার্থীরা স্কুলের অধ্যক্ষ ডা. জান্নাতুল নাঈম আইভি সহ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। স্কুলের ভালো ফলাফলে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, ভালো লেখাপড়া, শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ই এই সাফল্য। এই অবদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করে। এছাড়াও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও তার সহধর্মিনী সেলিনা মহিউদ্দিন শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদ কে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য ২০০৮ সালের ২রা জানুয়ারি শিশুদের উন্নত শিক্ষার জন্য দক্ষ শিক্ষক নিয়োগ করে স্কুলের কার্যক্রম শুরু করে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গলাচিপায় বিটিএফ স্কুলের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি লাভ https://corporatesangbad.com/16353/ |