আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ওষুধ নির্মার্তা প্রতিষ্ঠান এলি লিলি ইনসুলিনের দাম ৭০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। হুমালগ ও হুমুলিনের ক্ষেত্রে এই নতুন দাম চলতি বছরের চতুর্থ প্রান্তিকে কার্যকর হবে বলে বুধবার (১ মার্চ) জানিয়েছে এলি লিলি।
যুক্তরাষ্ট্রে ইনসুলিনের দাম বেড়ে যাওয়ায় হেলথকেয়ার কোম্পানিগুলোর সমালোচনার মুখে এমন ঘোষণা দিলো এলি লিলি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মুদ্রাস্ফীতি হ্রাস আইনে সই করেছেন। এতে মেডিকেয়ার স্বাস্থ্য বীমা পরিকল্পনায় নথিভুক্তরা ৩৫ ডলারে ইনসুলিন কিনতে পারবেন।
এলি লিলির প্রধান নির্বাহী ডেভ রিকস সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, কংগ্রেস এ নিয়ে পদক্ষেপ বা স্বাস্থ্যসেবা খাতে এটি কার্যকর হওয়ার আগেই আমরা নিজেরাই এটা বাস্তবায়ন করছি।
কোম্পানিটি জানিয়েছে, তার নন-ব্র্যান্ডেড ইনসুলিন ইনজেকশন লিসপ্রোর প্রতি শিশির দামও কমিয়ে ২৫ ডলার করবে। নিজেদের ইনসুলিন ভ্যালু প্রোগ্রাম প্রসারিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৮৫ শতাংশ ফার্মেসিতে ৩৫ ডলারেই মিলবে হুমালগ ও হুমুলিন।
রিক বলেন, রোগীরা তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই প্রোগ্রামের আওতায় সুবিধা নিতে পারবেন। দাম কমানোটা ‘আমেরিকা নতুন মানদণ্ড হওয়া উচিত’ বলেও মনে করেন তিনি। এজন্য অন্য কোম্পানিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রিক।সূত্র: দ্য গার্ডিয়ান
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইনসুলিনের দাম ৭০ শতাংশ কমাচ্ছে এলি লিলি https://corporatesangbad.com/16310/ |